ল্যাম্পপোস্ট

নিশীথের ল্যাম্পপোস্ট—
ঘুমে ঢুলুঢুলু;
থমথমে, ভূতুড়ে—
যেন ভূতের আলো!




বললাম তারে,
“এ কী হলো তোমার?
দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুলছ কেন আবার?”




পালটা শুধোয় সে,
“কে হে ভাই তুমি? আমায় দেখলে কখন?
তোমায় দেখলাম না তো!”




“তাই বলে আমার নয় দোষটা!
অত বড়ো আলো তুমি জ্বেলেছ,
তোমায় দেখব না?
আমায় দেখলে না কেন,
সেইটেই ভাবনা!”




“আলো যে জ্বালোনি, ভাই,
তোমায় দেখিনি তাই।”
হাসিমুখে সরল উত্তর তার।
Content Protection by DMCA.com