বাদুড়

লক্ষ-কোটি বাদুড়ে
ভরে গেছে পৃথিবী।
সে বাদুড়কে তোমরা দেখেছ নিশ্চয়ই।




ক্ষুদ্র দুটি কালো পাখা আর
নর্দমার ক্লেদাক্ত গন্ধ নিয়ে
লুকিয়ে থাকে অন্ধকারে।




কর্মব্যস্ত মেহনতি মানুষের নিঃশ্বাস আর
জীবনের সহজ স্রোত থেকে পালিয়ে,
দিনের ঝকঝকে রোদ থেকে দূরে,
নিজেকে লুকিয়ে রাখে জঘন্য কোটরে।




তারপর যখন রাত্রি নামে—প্রশান্তির,
অন্ধকারে ছেয়ে যায় বিশ্বচরাচর,
তখন বেরিয়ে আসে
কালো সেই বাদুড়ের দল
সুযোগ-সন্ধানীর অদম্য উচ্ছ্বাসে।




যে-ফলগুলি সবে যৌবন পেয়েছে,
যে-আশার ফুল ফুটেছে কেবল‌ই,
তাদের ধূলিসাৎ করে, নষ্ট করে।




এভাবে সুদীর্ঘ প্রহর ধরে
রাত্রির সৌন্দর্যকে বলাৎকার করে
নিজেকে লুকিয়ে ফেলে আবার সংগোপনে—
সে বাদুড়কে তোমরা দেখেছ নিশ্চয়ই।
Content Protection by DMCA.com