চোখে চোখ পড়ার আগেই, মাতাল হয়ে বসে রইলাম। আজ তুমি আসবে না ভেবেই তো…! ...নইলে মদ ছেড়ে দিয়েছি...সে বহুদিন...! তবে এলেই যখন, আরেকটু কাছে এসো। শুধু টেবিলের এপাশ থেকে দেখে, কতই আর মন ভরে, বলো! অমন চাহনি বুকে বারুদ জ্বালায়… বোঝো না? আজ কিন্তু তুমি না এলেই ভালো করতে। আমি মাতাল, আর আমার বন্ধুরাও। ওরাও আমার প্রেমিকাকে নিজের বলে ধরে নিয়ে মনে মনে সুখ পেত। একজন আদর্শ প্রেমিকের কাছে এর চেয়ে অপমানের আর কী আছে? মদের টানে যদিও… আদর্শ নিলামে তুলে আবারও মদ খেতাম। আচ্ছা, তুমি মদের মতন হতে পারলে না কেন? তোমাকে বাজারে নিলাম করে দেওয়া যায় না কেন? আমি আমার বন্ধুদের নিয়ে নরকে যাব। তুমি যাবে আমাদের সাথে?