লজ্জাহীন পৃথিবীটা

আমার শাড়ির আঁচল লুটিয়ে পড়তে চাইত
খসে-যাওয়া পলেস্তারার মতন।
 
আমার চোখ যন্ত্রণায় লুকিয়ে পড়তে চাইত
সুরমাদানির ভেতরে থাকা সুরমার মতন।
 
আমার মন শান্ত হতে চাইত
তোমার বাড়ির দখিনের জানলার মতন।
 
আমার আঙুল তোমার আঙুলটা পেতে চাইত
ছোট্ট সেই শিশুটির মতন।
 
আমার চোখের কাজল গলে গলে পড়ত
পায়ে-দেওয়া আলতার মতন।
 
আমার লজ্জাহীন পৃথিবীটা সুন্দর ছিল
তোমার-আমার ভালোবাসার মতন।