১. দেখতে ভালো না হলে, ভালোবাসার দূরে থাক, সান্ত্বনা দেবার মানুষও পাশে পাওয়া যায় না। ২. আমি এখন এতটাই খারাপ হয়ে গেছি যে, একসময় আমিও ভালো ছিলাম, এটা কেউ মানতেই চায় না। ৩. মেয়েদের ভালোলাগা যতটা দেয়, ছেলেদের ভালোবাসাও ততটা দেয় না। ৪. কবিতার বই বের করার পরিকল্পনা করতে করতে এখনও একটা কবিতা লেখার সময় বের করতে পারিনি। ৫. প্রতিটি সুন্দরীর দিকে তাকাতে গিয়ে আমার প্রেমের হাতবদল হয়ে যায়। আমার এই বহুগামিতার সমস্ত দায়ই আমার সৌন্দর্যচেতনার। ৬. মানুষ যখন থেকে অবৈধ জিনিসে খুশি হতে শুরু করে, পরিপক্বতার শুরু তখন থেকেই। ৭. কাউকে ভালোবাসার মানে হলো, তার যা যা আপনার পছন্দ নয়, সেগুলিকে চুপচাপ মেনে নেওয়া। মানতে না পারলে আপনি আসলে তাকে নয়, নিজেকেই ভালোবাসেন। ৮. ছেলেটি একসময় খুব ভালো ছবি আঁকত। পড়াশোনায় ক্ষতি হবে ভেবে ছেলেটির মা তার ছবির সব খাতা পুড়িয়ে ফেলেছিলেন এবং তাকে প্রচণ্ড মারধর করেছিলেন। পরবর্তীতে ছেলেটির না হলো ছবি আঁকা, না হলো ভালো ছাত্র হওয়া। ৯. মেয়েরা মন খুলতে যেয়ে কাপড় খোলে, আর ছেলেরা কাপড় খুলতে চেয়ে মন খোলে। ১০. নতুন প্রেমের মৃত্যু ঘটে পুরোনো প্রেমের হাত ধরেই। স্মৃতিই নতুন প্রেমের হন্তারক। ১১. স্ববিরোধী হতে না জানলে অনেক কিছুই পাওয়া যায় না; এই যেমন, যৌনতা, প্রতিষ্ঠা, সম্মান, সুখ্যাতি। ১২. সে চলে গেল হঠাৎ করেই। দুঃখ পাইনি। কীভাবে বেঁচে থাকব জানতাম না। পরোয়া করিনি। দেখলাম, বাকি জীবনটা অপূর্ব কাটল! ১৩. প্রেমিকার হাত ধরতে গিয়ে বন্ধুর হাত ছেড়ে দেয় যারা, ওরা না পায় প্রেমের শান্তি, না পায় বন্ধুত্বের স্বস্তি। ১৪. আগে অনেকেই বিনা কারণে কথা বলতে চাইত, এখন আর তেমন কেউই চায় না। বুঝতে পারি, বয়স বাড়ছে। ১৫. সবাই ভাবে, আমি বই পড়তে ভালোবাসি। আমি আসলে বই খুঁজতে, বই কিনতে এবং বই নিয়ে কথা বলতে ভালোবাসি। বই কিনলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে সবই ভালো থাকে। অর্থ অনেকসময় আফসোস কমিয়ে দেয়। ১৬. প্রেমের চাইতে কামের সতীত্ব অনেক বেশি, কেননা কাম কখনোই মিথ্যে হয় না। ১৭. যে যত উঁচুতে, সে তত একা। মহত্ত্ব ও নিঃসঙ্গতা মোটামুটি সমার্থক। ১৮. যত বারই তোমাকে 'ভালোবাসি' বলি, তত বারই ধাক্কা খাই। এর নামই কি তবে সততা? ১৯. মা যে-সন্তানের জন্ম দেন, সেই সন্তানই সারাক্ষণ মায়ের সাথে যুদ্ধ করে। ২০. আমার সমস্ত ভালোবাসাকে গলা টিপে হত্যা করে আবার ফিরে এসেছ কেন? মৃত কি কখনো বেঁচে ওঠে?