মেনে নিতে জানা

কাউকে ভালোবাসলে কখনও তার উপর খবরদারি করতে হয় না। যারা ওরকম করে, তাদের সাথে কেউ যোগাযোগ রাখতে চায় না।

আপনি কাউকে ভালোবাসেন, সেই অধিকারে তার সব বিষয়ে খবরদারি করছেন। তখন কী হবে? সে আপনার কাছ থেকে পালাতে চাইবে। সে আপনাকে ভয় পাওয়া শুরু করবে। একসময় বিরক্ত হয়ে সে আপনাকে ছেড়ে চলে যাবে।

কাউকে তার মতো করে গ্রহণ করতে পারার নাম‌ই ভালোবাসা। তার কিছু দিক আপনার পছন্দের, কিছু দিক অপছন্দের। তার সাথে থাকতে চাইলে দুটোকেই মেনে নিয়ে থাকতে হবে।

যদি আপনি কাউকে ভালোবেসে যন্ত্রণা দেন, তাহলে সে আপনার কাছ থেকে মনে মনে দূরে সরতে থাকবে। আপনি হয়তো তাকে বলবেন, আপনার খুব কষ্ট হচ্ছে, সে যেন আপনার সাথে অমন না করে, সে যেন আপনার কষ্টটা একটু বোঝার চেষ্টা করে... ইত্যাদি ইত্যাদি। তখন সে মুখে না বললেও মনে মনে ভাববে, আপনি মরে গেলে মরে যান। তাতে তার কী এসে যায়? আপনার মতন বিরক্তিকর একটা মানুষের মন নিয়ে শুধু নেগেটিভ ভাবনাগুলোই তার মনে ধীরে ধীরে জায়গা করে নেবে।

মানুষ ভালোবাসার মানুষকে হারায় মূলত তিনটি কারণে: অনর্থক অধিক ভাবনাকে মনে জায়গা দেওয়া, ভালোবাসার মানুষটার উপর বেশি খবরদারি করা, সহজ জিনিসগুলোকে অহেতুক জটিল করে দেখা।

মানুষ দুই ধরনের মানুষের সাথে বাঁচে: এক। যার কাছে সে থাকতে চায়। দুই। যার কাছ থেকে সে পালাতে চায়।
এখন আপনার সিদ্ধান্ত, এই দুই ধরনের কোনটাতে আপনি নিজেকে রাখতে চান।
Content Protection by DMCA.com