আমি কখনোই তোমার ঘরের মানুষ হতে চাইনি... আমি জানতাম, সেটা হলে আমি তোমাকে হারাতাম... আমি যতটা চেয়েছি তোমার সময়ে থাকতে, তার থেকে তোমাকে রেখেছি অনেক বেশি আমার সময়ে... তোমাকে বাঁধতে চাইনি কখনোই... বরং তুমিই বার বার... বারংবার ডানা মেলেছ আমার অস্তিত্বে... তুমি আমার সময়... সব থেকে সুন্দর সময়!