পাবার শর্তে ভালোবাসিনি বলে

আজ তোমার সব থেকেও, কিংবা সব আছে বলেই,
তুমি একা।
তবু জেনে রাখো,
তোমার দৃষ্টিসীমার বাইরে অবস্থান করে 
একটা মানুষ তোমাকে ভালোবাসে।




আমিই তোমার সেই মানুষ... ছিলাম, আছি, থাকব।




আর‌ও জেনে রেখো,
যদি তোমার জন্য এ পৃথিবীর একটা মানুষও অপেক্ষা করে শেষ পর্যন্ত,
সে মানুষটা আমিই।




যদি কখনও দেখো,
এ পৃথিবীর কেউই তোমাকে আর ভালোবাসে না,
সেদিন জেনে নিয়ো,
আমি মরে গেছি।




পুরো পৃথিবীও তোমার পাশ থেকে দূরে সরে যায়‌ যদি,
আমি পুরো পৃথিবীকে অস্বীকার করে হলেও
তোমার পাশে থেকে যাব।




তুমি ভালো কি খারাপ,
আমি জানতে চাই না।
তুমি তুমি বলেই আমি তোমাকে ভালোবাসি।




তুমি আমাকে ভুলে গেছ কি মনে রেখেছ,
না কি আমার কথা মনে এলে বিরক্ত হ‌ও,
তার কিছুর তোয়াক্কা না করেই
আমি তোমাকে ভালোবেসে যাব...
আমি তোমাকে পাইনি বলে নয়,
বরং আমি তোমাকে পাবার শর্তে ভালোবাসিনি বলে।