জীবনে একজন ফিটফাট পারফেক্ট মানুষ থাকার চেয়ে বরং শান্তিপ্রিয় একজন মানুষ থাকাটাই বেশি জরুরি। টানাটানা সুন্দর এক জোড়া চোখওয়ালা মানুষ থাকার চেয়ে বরং আপনাকে সুন্দর চোখে দেখে, এমন কারুর দরকারই জীবনে বেশি। ধবধবে সাদা চামড়ার একজন মানুষ থাকার চেয়ে বরং সাদা হৃদয়ের একজন মানুষ জীবনে থাকাটা বেশি স্বস্তির। কবিতা বোঝে, অঙ্ক জানে কিংবা শিল্প মানে, এমন মানুষ থাকার চেয়ে বরং আপনাকে বোঝে, আপনাকে জানে, আপনাকে মানে, এমন মানুষ থাকাটাই বেশি সুখের। জীবন একটা নদীর মতন। কখনও জোয়ার হবে, কখনওবা ভাটা। কখনও প্রচণ্ড ঝড় উঠবে, কখনওবা কড়া রৌদ্রের দুপুর। আর একজন সঙ্গী এই নদীতে নৌকার মতন। নদীতে চলতে থাকা নৌকার মতন ব্যালেন্স করে চলতে না জানলে ঝড়ের কবলে জীবননৌকা ডুবে যায়। নৌকা কতটুক দামি কাঠের ও রঙিন, সেটার চেয়ে বরং নৌকাটা কতটুক মজবুত ও সহনশীল, সেটাই জরুরি বেশি। একটা কঠিন সত্য কী, জানেন? একসময় ভালোবাসা ফুরিয়ে যায়, টানটান উত্তেজনার পারদও একসময় নিচে নেমে যায়, বনলতার অন্ধকার বিদিশার নিশার মতন কুচকুচে কালো চুলে পাক ধরে যায়, সিক্সপ্যাকওয়ালা ঋত্বিকীয় শরীরেও ভুঁড়ি জমে যায়। সব চলে যাবার পরও যা থেকে যায়, তা হলো ভরসা এবং বিশ্বাস। জীবনে একজন বিউটিফুল মানুষ থাকার চেয়ে বরং একজন ডিউটিফুল মানুষ থাকাটাই বেশি দরকার। কারণ একদিন লতা মঙ্গেশকরের মতন সুরেলা কণ্ঠও পাথরের মতন চাপা হয়ে যায়, কিন্তু সেই সুরেলা কণ্ঠে বলা কর্কশ কথার তীরটা আজীবন থেকে যায়। ভুল সময় দেখানো একটা বহুমূল্য রোল্যাক্স ঘড়ির চেয়ে বরং সঠিক সময় দেখানো একটা দেড়-শো টাকা দামের ঘড়ির মূল্যও হাজারগুণে বেশি। মানুষের প্রকৃত অর্থ কখনও অর্থ দিয়ে মাপা যায় না।