আয়ুক্ষয়ের সমাধি

যে দূরদেশে যায় মনের সুখে,
সেখানে মনটা কি তার থাকে সুখে?




ভালোবাসা আর স্বস্তির গান
সেখানেও কি বাংলাভাষায়?
অন্য ভাষায় বুক কি জুড়ায়?




চাঁদের রং, সমুদ্রের শব্দ
বুকের মধ্যে আটকে কি থাকে,
যখন দলবেঁধে দুঃখরা আসে?
পাহাড় তখন আপন কি লাগে?




বিত্তবৈভব ক্লান্ত হলে
চিত্ত খুঁজে পায়টা কোথায়,
যেখানে বন্ধু দূরে থাক...
নেই বিগত দিনের শত্রুরাও?




ব্যস্ততা, শুধুই বিশুদ্ধ ব্যস্ততা
মানুষকে মুক্তি দিতে পারে কতটুক?
মগজের ভেতরে যখন বিষের বসত,
বাইরের আলোয় তখন ভেতরের আঁধার।




সুখে বাঁচার স্বপ্নে বিভোর মানুষটাও
যখন বেঁচে ওঠার স্বপ্ন দেখে কান্নাশেষে,
তুষার কি রৌদ্র...দেয় ক্রমশ বুক শুকিয়ে
আর স্বপ্ন হাঁটে আয়ুক্ষয়ের সমাধি দিয়ে।
Content Protection by DMCA.com