ভাবনার বনসাই: এক-শো সাতাত্তর

১. আমায় কোরো তোমার সেই 'কিছু না।',
যা তুমি বলো প্রতিবারই,
লোকে যখন‌ শুধায় তোমায়,
'কী ভাবছ?'




২. কার‌ও প্রেমে পড়ার মানেই হলো,
তার সমস্ত অসুন্দরেও সুন্দর দেখা।




৩. মেয়ে, তোমার অশান্ত হৃদয়কে শান্ত করতে
ভুল করেও যেয়ো না তার কাছে,
যাকে তুমি ভালোবাসো একতরফাভাবে।




৪. হয় ভালোবাসায় চিৎকার করো,
নয় অভিমানে চুপ হয়ে যাও।




৫. হয়তো সে স্বার্থপর নয়,
সে সত্যিই ব্যস্ত।
এমন‌ও হতে পারে,
সে ব্যস্ত‌ই নয়,
সে আসলে ভদ্র।




৬. : একমিনিট সময় হবে আমার জন্য?
: এর বেশি দিতে চাইলে আমাকে কী করতে হবে?




৭. নাহয় আমার এই কাজটা বাজে!
আমার সেই কাজটার কথা বললে না তো ভুলেও,
যা তোমার লেগেছিল কাজে!




৮. ছেড়ে এসেছি যা,
তা আমায় যতটা পিছু ডাকে,
আমি তাকে ডাকি ততোধিক।
এর নাম‌ই কষ্ট।




৯. যা আমার নয়,
তা-ও পেতে চাওয়ার নাম ঈর্ষা।
তোমার বেলায় আমার যে অনুভূতি,
তার নাম ঈর্ষা নয়, অধিকারবোধ।




১০. নতুন ব‌ইয়ের ভাঁজ খুলতে যেমন লাগে,
প্রতিবারই তোমায় অনাবৃত করতে আমার ঠিক তেমনই লাগে।
নতুন ব‌ইয়ের ঘ্রাণ এবং পুরোনো তোমার ঘ্রাণ, দুই-ই এক!




১১. তোমার চোখের প্রেমে পড়ে
আমি তোমায় ভালোবাসিনি।
তোমায় ভালোবেসেছি বলেই
আমি তোমার চোখের প্রেমে পড়েছি।




১২. মেয়েরা খাঁটি সোনার মতো---
রান্নাঘরের বাইরে হৃদয় পোড়ে,
রান্নাঘরের ভেতরে হাত পোড়ে।




১৩. আমায় ততক্ষণ জড়িয়ে ধরে রাখো, যতক্ষণ না
আমার গায়ের ঘ্রাণ তোমার গায়ের ঘ্রাণের মতো হয়।




১৪. একটা মেয়ে এমন কাউকেই চায়,
যে তাকে অনেক ভালোবাসবে।
অথচ সে পায় এমন কাউকেই,
যাকে সে একতরফাভাবে অনেক ভালোবাসে।




১৫. তোমায় ভেবে ভেবে
বালিশ জড়িয়ে ধরে
একসময়
ঘুমিয়ে পড়ি।




১৬. হ্যাঁ, এটা ঠিক যে
আমি পাগলামি করি।
তবুও আমি খুশি, কেননা
আমি অভিনয় করি না।
১৭. তোমার কথা শুনে চুপ করে থাকি,
তার মানে এ নয়,
তুমি যা বলো, তার সব‌ই আমি মেনে নিই।
তোমার কথা শুনতে আমার ভালো লাগে।




১৮. ভালোবেসে
তোমাকে নয়,
পেলাম শুধুই বেকারত্ব।




১৯. তোমার স্মৃতিতে ঘেরা
আমার বর্তমান।




২০. গলাধাক্কা দিয়ে বের করে দেবার আগ পর্যন্ত
অনেকে বোঝেই না যে
সে আপনাকে বিরক্ত করছে।
Content Protection by DMCA.com