ভাবনার বনসাই: এক-শো ষাট

১. প্রেম...
সে তো সময় নষ্ট করার
এক বিস্ময়কর মেশিন!




২. মনে মেঘ করলে বুঝি
আকাশেও মেঘ করে?




৩. আকাশে আজ তারা নেই।
কুকুরের দল হঠাৎ সরব!




৪. কাঁপা কাঁপা আঙুল দেখে
ট্রিগারও এখন ফন্দি আঁটে
আঙুলের মালিককে খুন করার!




৫. আগ্নেয়গিরির মুখে
চাঁদের কি আর
চাকরি থাকে?




৬. ঘন কুয়াশায়
সূর্য বেকার।




৭. রুম লক করে
ভুলে আরেক রুমে।
রুমের ভেতরে চাবি,
হিটারে চায়ের জল।
চায়ের তেষ্টা বাড়ছে।




৮. থামলে কেন?
দম ফুরোলো?
না কি উদ্যম?




৯. চাকরিতে জয়েন করতে এসে সে দেখল,
কোম্পানিটা দেউলিয়া হয়ে উঠে গেছে!




১০. এক ক্ষুধার্ত
অর্ধেক রুটিটাও
আরেক ক্ষুধার্তকে
ফেলে খায় না।




১১. অফিসে যাবার সময়
অবুঝ শিশুটিকে
স্তন্যদানে তাড়াহুড়ো করে
স্নেহময়ী কর্মজীবী মা।




১২. কিছু বিয়ে
ভালোবাসায় নয়,
ক্যারিয়ারে বাঁধা।




১৩. গ্রীষ্মের দুপুরে
ঘেমে-নেয়ে একাকার
বিরহকাতরা রমণী।




১৪. শরতের কাশে কাশে
বর্ষার ওভারটাইম।




১৫. ডালে ডালে আম
কালবোশেখির অপেক্ষায়।




১৬. সূর্যাস্তের সময়
অভিজ্ঞতাসম্পন্ন প্রেমিক
বেকার যুবকের মনে আশা,
কাল কোথাও ডাক পড়বে!




১৭. কাকভেজা শরীর নিয়ে
দাঁড়িয়ে থাকে সেই গাছটি,
যে গাছে কাকের বাসা।




১৮. এক মেঘে সূর্য ওঠে,
আরেক মেঘে চাঁদ ডোবে।




১৯. বেচারা কাকতাড়ুয়ার মাথায়
নির্ভয়ে শালিক এসে বসে।




২০. মাকড়সার জালে
বিন্দু বিন্দু জল;
ওতে শেষবিকেলের
একেকটা সূর্য।
Content Protection by DMCA.com