প্রিয়তমা, আমি তোমার সবকিছুই ভালোবাসি। তোমার স্তন, তোমার নাক, তোমার দৃষ্টি। তোমার কণ্ঠস্বর, তোমার হাসি-কান্না। তোমার হাতের আঙুল, তোমার ঊরুসন্ধি। তোমার পিঠ, নাভি, কোমর, নিতম্ব। তুমি রাগ করলেও ভালো লাগে, অভিমান করলেও ভালো লাগে। ইচ্ছে করে, তোমার ক্রীতদাস হয়ে বেঁচে থাকি। তুমি যা চাইবে, তা-ই হবে... শুধু একটাই অনুরোধ, ওভাবে বিশ্রী শব্দ করে চা খাওয়া বন্ধ করো!