১. আমি সবসময় হাতঘড়িটারই যত্ন নিই, সময় নিয়ে মাথা ঘামাই না।
২. আমি দুনিয়ার সব রাগ বাবা-মা'য়ের উপর খাটাই, কিন্তু আমার বাবা-মা রাগ খাটানোর জন্য কাউকে খুঁজে পান না।
৩. অন্য কাউকে প্রতিদিন ভালোবাসার মতন মিথ্যা এবং নিজেকে প্রতিদিন ভালোবাসার মতন সত্য আর কিছু নেই।
৪. আমি শাড়ি-গয়নার প্রশংসায় এতটাই বুঁদ হয়ে আছি যে, কেউ আমার অন্তরের প্রশংসা না করলেও জীবনটা দিব্যি কাটিয়ে দিতে পারব।
৫. আমি তো বাপু চিল্লাপাল্লা করেই কথা বলি, কিন্তু অন্য কারুর চিল্লাপাল্লা সহ্যই করতে পারি না!
৬. একটা মানুষকে তার ইচ্ছেমতন চলে যেতে দেওয়াই হচ্ছে তাকে ভালোবাসা।
৭. প্রিয় মানুষের মৃত্যুতে আমি এতটাই ভেঙে পড়েছি যেন তার যে মৃত্যু হবে, এটা আগে থেকে জানতামই না!
৮. যদি আমার কিংবা আমার প্রেমিকার কামবাসনা না থাকত, তাহলে বুঝতে পারতাম, কে কাকে কতটা ভালোবাসি কিংবা আদৌ বাসি কি না!
৯. এক মৃত্যু বাদে এ দুনিয়ার সব কিছু নিয়েই আমার মাথাব্যথা আছে, অথচ মৃত্যু বাদে দুনিয়ার আর কিছুই সত্য নয়।
১০. আমি মানুষকে তার গতকালের ভুল দিয়ে বিচার করি, অথচ হতেই পারে, সে আজ থেকে সেই ভুলটা আর না করার প্রতিজ্ঞা করেছে।
১১. আমার মতন যেসকল মানুষ মুখে বড়ো বড়ো কথা বলে, তাদের কেউই ওরকম করে বড়ো বড়ো কাজ কখনও করতেই পারবে না। এর বহু প্রমাণ আশেপাশেই আছে।