১. যে তোমায় স্বর্গ দেখায়, সে তোমায় নরকও দেখাতে পারে। ২. মাঝে মাঝে, মন যা ভাবতেও পারে না, হৃদয় তা-ও বোঝে। ৩. আমরা যা পাই, তার উপর অনেকসময়ই আমাদের কোনও নিয়ন্ত্রণ থাকে না। তবে আমরা তা রাখব কি ছেড়ে দেবো, তা পুরোপুরিই আমাদের হাতে। ৪. আমায় চাঁদের মতো ভালোবাসো। আমার সমস্ত আঁধারে আলো ছড়িয়ে... ৫. সব কিছু মনে থাকে না, তবে অনুভূতিটুকু হৃদয়ে থেকে যায়। ৬. কোথায় গিয়েছিলাম, জিজ্ঞেস কোরো না। বরং জিজ্ঞেস করো, কোথায় যেতে চাই। অতীতে আমি নেই, শুধুই ছিলাম। ৭. যদি কখনও দেখো, তোমার পৃথিবী ভেঙে যাচ্ছে, আমার পৃথিবীতে এসো। ৮. একদিন এইসব কষ্ট আর থাকবে না। সেদিন থাকব তুমি আর আমি। ৯. এসো, বৃষ্টির মতো সাহস রাখি; পড়ে যেতে ভয় না করি। ১০. আজ আমার দিনগুলি খুব কঠিন। তোমার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখা আরও বেশি কঠিন। ১১. এতদিন ধরে নিজের সবটা দিয়ে আজ কিনা ভাবছ তোমার কিছুই নেই কেন! ১২. যার সঙ্গে থাকলে নিজের প্রতি ভালোবাসা বাড়ে না, তার সঙ্গে থেকো না। ১৩. তোমাকে ভুলে যেতে আরও সময় লাগবে। মানুষ সেই পৃথিবীতে হাঁটে কী করে, যে পৃথিবী এতটা শূন্য!? ১৪. এখন কাউকে আর বলতেই পারি না, ছেড়ে যেয়ো না। আর কত বলা যায়! ১৫. তুমি ঠিক তা-ই, তোমার সঙ্গে থাকলে অন্যরা যা অনুভব করে; মনে মনে তুমি অন্য যা-ই ভাবো না কেন! ১৬. অনেক চেষ্টা করেও যাকে বোঝাতে পারোনি, তার কাছে নিজেকে বোঝানো থামাও। তুমি যতই বোঝাবে, সে ততই ভুল বুঝবে। ১৭. আমাদের শেষদেখাটা শেষদেখা হবার কথা ছিল না। ১৮. যতদিন না তোমার শিক্ষা হবে, ততদিন পর্যন্ত ভিন্ন ভিন্ন অবয়বে একই মানুষের সঙ্গেই তোমার দেখা হবে। ১৯. যে আমায় সারাক্ষণই উৎকণ্ঠার মধ্যে রাখে, তাকে আমি নিজের মানুষ বলতে রাজি নই। ২০. আমার পৃথিবীতে কিছু যদি আছে, কিছু কিন্তু আছে। যদিগুলিতে তুমি থাকো, কিন্তুগুলিতে আমি থাকি।