শেকল


তুই আমার একটাই কাঁধ,
মাথা রেখে কেঁদেই যাব।
মনের এমন জটিল যে ফাঁদ,
সমাধান তার কোথায় পাব?


ওসব নাকি ভালোবাসারই কুমন্ত্রণা,
সত্যটা আমায় বুঝিয়ে তো বল!
আমার ভাগ্যেই কেন এ যন্ত্রণা?
সব ছেড়েছুড়ে পালাই না, চল!


খাঁচার পাখিটা চেঁচায় যে খুব,
মুক্ত হতে সে-ও তো চায়!
পাখিটা দেয় রোজ মরণেই ডুব,
কেউ কি তা টেরটুকও পায়?


বুক ভরে এবার নিঃশ্বাস নেব,
এ ভারী শেকল তবে খুলেই নিক!
তোর সবটুকু ঋণ চুকিয়ে দেবো,
পালিয়েই যাব একদিন ঠিক!
Content Protection by DMCA.com