সমর্পিত

আরও একটু সময় থাকো না কাছে!
ভালোবাসো আরও একটু...নিজস্ব কোনও পাগলাটে প্রথায়।
মাতাল করো তোমার ওই প্রেমিক প্রেমিক দমের ছোঁয়ায়।
আজকে আমায় পূর্ণ করো অপূর্ব এক প্রণয়দোলায়।


আমার সমস্ত অঙ্গে অঙ্গে একি করুণ সুরে রয়েছ মিশে এই এতটা আমায় ধারণ করে!
জগতের বাদবাকিটা যেন ভুলেই আছি কোন অজানায়, কী অগোচরে!
আহা, তুমি কেমন করে প্রেমিক হয়ে আমায় ছুঁয়েই দিলে কী এক দুরারোগ্য ছোঁয়াচে রোগে!


তোমার ওই মাতাল-করা বাঁশির সুরে আমি প্রতিনিয়তই হই বিহ্বল!
কী এক মায়ার টানে বারে বারে আমি ছুটি বৃথাই!


আমার সবটা অসাড় শরীর জুড়ে তুমিই আছো, সেখানে এক তোমারই সুবাস!
আমি কী করে বলো তোমায় ছাড়াই আমার থেকে!
কীভাবে এখন চাইলেও হই তুমিবিহীন!
আমার ভেতর বাহির, পুরো পুরোটাই যে সমর্পিত এক তোমাতেই!
Content Protection by DMCA.com