সব কিছু হয়নি শেষ এখনও। ভালোবাসা কিছু আজ এখনও বাকি। ওর হেঁয়ালিতে ক্লান্ত তুমি নতুন কিছু ভাববে ভাবছ। ভাবছ, কিন্তু ভাবছ না।
এসব জানতে কেবল তুমিই। আর কেউ না। কেউই না! হায়, এমন অভিনয়ে দ্বিধাও ঢেকে যায়...
নাহ্! এভাবে কি হয়, বলো? সহ্য তো অনেকই করলাম! আর কত? এনাফ ইজ এনাফ! তুমি যা, তা জেনেই কেউ কাছে এসেছিল। আর কিছু নয়, শুধু তোমাকে ভালোবেসেই। সেই কবেকার কথা! আজ তোমার কিছু মনেও নেই, তাই না, বলো?
তোমার মনের ভেতরের যে কেমিস্ট্রি, তা নতুন ছেলেটা জানে কিছু হয়তো। তবে অতটা নিশ্চয়ই না, যতটা জানলে ও তোমাকে নিয়ে নিজের মতো করে ভাবত না। ও জানে না, হেঁয়ালি ছেলেটা ভুলে ফস্ করে 'ভালোবাসি' বলে ফেললেই তুমি ওকে ফেলে আবারও ওই পুরনো সম্পর্কেই ফিরে যাবে। ও জানে, তুমি সরে এসেছ; হ্যাঁ, তা তুমিই ওকে জানিয়েছ!
তোমার জন্য এ নাহয় এক সংশয়ী ভালোবাসার ওয়েটিং-রুম, কিন্তু ও যে একেই পুরো জীবন ধরে বসে আছে, তার কী হবে? জীবনের ব্যাপ্তির হিসেবটাকে বড় গোলমেলে করে বুঝিয়ে ছাড়বে বলেই কাছে এসেছিলে তবে?
ছেড়ে দেবো ভাবছি বলে কিছু নেই। যা আছে, তা হলো, ছেড়ে দিয়েছি, কিংবা ছেড়ে দিইনি। এর মাঝামাঝি কিছুই নেই। লোকে বড্ড অভিনয়ে বাঁচে!
যে তোমায় অবহেলায় ঠেলল দূরে, ওরটা ভাবছ, আর যে তোমারই প্রশ্রয়ে তোমার দিকে হাত বাড়িয়েছে পরম আস্থায়, ওর কথা মুহূর্তেই ভুলে গেলে? যাকে আশ্রয়ই দেবে না, তাকে প্রশ্রয় দিয়েছিলে কোন সুখের আশায়? সবাই-ই কি আর মুহূর্তের সুখস্বপ্নে হাত ধরে, বলো? আর ফিরবে না ভেবে যাকে ছেড়ে এসেছ বলেছিলে, সেই একই তুমি কত সহজেই বলে ফেললে, ফিরে যাচ্ছি, পারলে ক্ষমা করে দেবেন! ...হায়! এ-ও হয়!!
মেয়েরা কোন প্রেমটাকে বড়ো করে দেখে কে জানে! পুরনোটা? না কি নতুনটা? না কি দুটোকেই অপশন বানিয়ে বসে থাকে আরও নতুন, আরও অভিনব, আরও এক্সপেরিমেন্টাল কোনও প্রেমের তীব্র প্রতীক্ষায়? ওদের মন বদলায়, সাথে প্রেমও। ওরা নিজেরাই কি জানে ওরা আসলে কী চায়, কীভাবে চায়, কতটুকুই-বা চায়? ...এসব নিয়ে একগাদা পোস্টডক্টরাল থিসিসও লিখে ফেলা যেতে পারে!
মেয়েরা, তোমরা পারো বটে!! ছোটোবেলায় খেলনা ভাঙো, বড়োবেলায় জীবন ভাঙো! কেন, বলো তো? জীবনের চাইতে সস্তা আর কোনও খেলনা কি নেই? না কি খোঁজোই না?