হোক বন্ধু এমন

জীবন যদিও তোমাকে দেয়নি কিছুই,
তবু ভালোবাসার এমন মানুষ হোক তোমার‌ও,
যে তোমাকে মেনে নেবে ঠিক তোমার মতন করে,
তোমার আলস্য যত তোমাকে রাখে এলোমেলো, সেগুলিকে ধরবে জড়িয়ে মায়াভরে,
যে তোমাকে জেগে থাকার জন্য তাড়া দেবে না, যখন তোমার ঘুমোতে ইচ্ছে করে,
যার আলিঙ্গনে তুমি একপৃথিবী কষ্ট ভুলে হাসতে পারবে,
যার হাত ধরে হেঁটে যাবার সময় মনে হবে, এই দূরত্ব‌ই পৃথিবীর মাপ,
যার স্পর্শ পেলে সবচাইতে বেশি নির্ভার লাগে।




যার সাথে নাচে-গানে-আড্ডায় মেতে দুঃখ ভোলা যায়,
তোমার দু-চোখের সমুদ্রে ডুবে যে স্বর্গ খুঁজে পায়,
তোমাকে পাশে রেখে যে ঝড়ের দিনেও শান্তিতে ঘুমায়,
ঠিক তেমন একটা মানুষ হোক তোমার‌ও।




গাও যখন বেসুরো গলায়,
কাঁদো যখন বিশ্রী অবয়বে,
লজ্জায় যখন কুঁকড়ে আসো,
মুক্তির আকাঙ্ক্ষায় যখন হাঁসফাঁস লাগে,
মিথ্যে আশ্বাস একদিন যখন ভেঙেচুরে দেয়,
ঠিক তখনই
তোমার পাশে এসে চুপ করে বসে আর বলে,
এসো, দু-জন মিলে হাসি কাঁদি গাই,
এসো, গল্প করি অবিশ্রান্ত, দুঃখ সরাই,
এসো, আজ অশ্রু-ধোয়া কবিতা লিখি,
এসো, কফির ধোঁয়ায় অতীত পোড়াই,
এসো, সব ভুলে যাই, সময়টাকেই বন্ধু বানাই...
হোক বন্ধু এমন তোমার‌ও এখন!
Content Protection by DMCA.com