হুঁশ

তুমি কি খোঁজ রাখো কারুর শবযাত্রা কিংবা মনপোড়ার?
না কি ওসব নিয়ে ঢোকো না ঘরেই? এই ব্যাপারগুলোই বুঝি দোরগোড়ার?




আচ্ছা, মানুষ মরে যাবার আগে কেন আমাদের হুঁশ হয় না?
বেঁচে থাকতে কেন তাদের বেদনার কথা কেউ কয় না?




মৃত্যুর পরে কেন তার‌ই জন্য অত কান্না আর আহাজারি,
বেঁচে থাকতে যে মানুষটার নাম অবধি সইতে না পারি?




এ কেমন দুনিয়া তৈরি করে চলেছ তোমরা?
এতে আখেরে তোমাদেরই কি ক্ষতি হবে না?




হবে হয়তো, আর সেটা বুঝতে বুঝতে জীবন‌ই যাবে থেমে!
এমনটাই হয়ে এসেছে চিরদিন, আর সামনেও হবে এমনটাই!




আমার কথা মিলিয়ে নিয়ো,
আর তখনই নাহয় বাহবা দিয়ো?
Content Protection by DMCA.com