কেন তাকেই রাখ সবচে কাছে?
কেন দূরের জনই থাকছে পাশে?
ছিলামই তো আমিও দূরের,
রেখেছিলে কি এমন কাছে?
ভালোবাসায়, মন্দবাসায় কিংবা মায়ায়?
কই, রাখোনি তো! তবে নতুন মানুষ কেন ওখানে?
কী দিয়েছ এই এতকাল, বলবে আমায়?
তবে পুরনো আমি থাকব আজও কীসের আশায়?
কেন আমি আজ তুমি হয়ে গেলে ভুল হয়ে যায়?
তুমিই-বা পারছ কি আর আমি হতে!
আমি বলছি না, লাগবেই অমন সব কিছুকেই!
আর মিথ্যে করেও বল না তো…ভালোবাসি!
জানি, বাসোনি তো ভালো, তা বলবে কেন?
খুব ইচ্ছে করে, ঘুম থেকে, পৃথিবী থেকেই
আজ একা একাই দিব্যি পালাই!
তোমার বুকে মাথা রেখে, খুব আদরে
ভালোবাসায় হারাই!
তুমি কি ওই সেখানেও তাদের রাখ?
কেন, বলো তো? কীসের মায়ায়?
ওদের আদৌ কি চেনো?
জানো না তুমি, ওখানে শুধুই জায়গা আমার?
সবই দিয়েছ উজাড় করেই, তাই না, বলো?
তবে আর কী রেখেছ বাকি আমার ঠাঁইয়ে?
তুমি আজও এমন রইবে চুপই?
তা-ই যদি হয়, তবে বেঁচে থাকো ভালোবাসাতেই!
ভালো থাকো তোমার ভালোবাসাদের সঙ্গে নিয়েই!
এই শুনো না, তোমার কানটা একটু আনবে আমার মুখের কাছে?
বলছি শোনো, পারছি না আর তোমায় ছাড়া থাকতে ওগো…
এই জানটা…ঠোঁটে ঠোঁট রেখে হোক রচিত
তোমার আমার ভালোবাসার গল্পটা আজ!
কিছুই তোমার মনে থাকে না!
কেন তুমি বোঝ না কিছুই?
ভালোবাসতে গেলে মনটা লাগে সবার আগে!
তুমি সেই মনটাই কেন দিচ্ছ ভেঙে এমনি করে?
আচ্ছা শুনো, বলব না আর ভালোবাসার একটি কথাও!
আমার বেলায় তোমার যত কিপটেমিটা!
সবাইকেই তো আগলে রাখ,
তা এই দিন পনেরো আমি ছিলাম না যে,
খুব খুশি হয়েছ, তাই না, বলো?
কেন বোঝই না তো এই দিন কয়টা কেটেছে
কেমন হাজার দিনের কষ্ট মেখে!
বলি, আমায় একটা ফেভার করো!
আমায় নিয়ে একটা মেন্টাল হসপিটালে রেখে আসবে?
আমি সত্যিই বড্ড পাগল হচ্ছি প্রতিদিনই
তোমার প্রেমে, ভালোবাসায়!
প্লিজ, রেখে আসো না!
থাকো তুমি সবার সাথে, শান্তিতে আর অসীম সুখে!
এই পাগলটাকে সরালে দূরে মনে ভীষণ স্বস্তি পাবে!
একটাসময় সুস্থ হব।
ভালোবাসবো তখন অন্য মানুষ!
দেখে নিয়ো, পাগলের মতো ভালোবাসব তাকেই!
সেদিন অন্য ঘরের অন্য মানুষ আসবে কাছে!