স্পর্শের সংক্রমণে



তোমার আদর ছোঁয়ার অপেক্ষায়...
আমিও থাকি।
তোমাকে ভালোবাসার তীব্র অসুখ...
আমাকেও ভোগায়।

তোমার অতৃপ্ত আলিঙ্গন...
আমাকেও কাঁদায়।
তোমার অনুভূতির অপেক্ষায়...
আমিও জেগে থাকি।

তোমার যন্ত্রণার ভাগ নেব বলেই...
আমি আজ একা।
তোমার স্পর্শের সংক্রমণে...
আমিও দিশেহারা।