বাতাসে মিলিয়ে যাচ্ছে নদী, মাঠ, ফসলের গান,
জনপদ থেকে এসে গোত্তা-খাওয়া তুরুপের তাস,
স্বপ্নের কল্পনা থেকে তুলে নিয়ে বিশুদ্ধ কল্যাণ,
পাখির পালকে-ঢাকা সুখ খোঁজে শূন্য বারোমাস।
আসলে এখানে কোনো সুখ নেই। সুখ কাকে বলে?
জনপদে সুখ নেই, শহরেও কোনো সুখ নেই।
সুখের বুকের দিকে হাত দিলে ফাঁস পরে গলে,
নির্লিপ্ত হৃদয়ে তাই দুঃখই শুধু আছে এখানে।
সময়ের কোল থেকে ছক্কা মেরে গোত্তা-খাওয়া তাস
শীতল দু-বাহু মেলে সুখের পাখিকে টেনে ধরে,
তবু পাখি উড়ে যায়, পেয়ে যায় শূন্য নীলাকাশ।
সুখের অসুখ শুধু এখানেই মাথা কুটে মরে।
কান্না থেকে একদিন হয়তোবা আসবেই সুখ,
হৃদয় তখনই হবে চিত্রকল্প বাংলার মুখ।