সহজ কবিতা চেয়ে

দোহাই লাগে,
আমার কাছে তোমার ভালোবাসা প্রমাণ করতে
অমন কবিতা লিখো না,
মাথায় অবিরাম হাতুড়ি চালালে পরেই বেরোয় যে কবিতা;
বেরিয়েই হাঁসফাঁস...এদিক থেকে ওদিক ছোটাছুটি...
বেরোনোর আগে...দুই ঊরুর অবিশ্রান্ত আস্ফালনে মগজের অসহায় ক্রন্দন
এবং, এরকম অনুষঙ্গ আছে আরও যা যা-কিছু,
সেইসবের দাক্ষিণ্যে হয় যে কবিতার ভ্রূণহত্যা।




তারচে' বরং
খুব অখাদ্য ওসব কবিতাই লেখো,
যেখানে মিশে আছে সহজ আবেগ, তার সঙ্গে আরও সহজ মায়া...
যার একটিও, শেষমেশ হয় না কবিতা,
তবে ভালোবাসা হয়...হৃদয়মথিত।




ভালোবাসা দেখিয়ো না, শুধু ভালোবাসো।
Content Protection by DMCA.com