আমার যদি যাবার কোনো জায়গা থাকত,
তবে আমি আর বাড়ি ফিরতাম না।
আমার যে-স্বপ্নটা আছে,
সেখানে প্রায় রোজই কল্পনায় আঁকি,
একটা ছোট্ট ঘর বানাব, নিজের;
যেখানে আর নিঃশ্বাস নিতে কষ্ট হবে না।
কতটা সময় লাগে সবটা জোড়া দিতে?
কতটা সময় লাগবে
আলোর সেই হাতছানি পেতে?
কতক্ষণ পর মনে হবে...
আমি বেঁচে আছি?
কারও সাথে জীবনটা পার করে দেবো,
এমন কেউই আমার নেই।
আমার কোনো পিছুটান নেই,
কাউকে ভালোবাসার শক্তিও আমার নেই।
সময় এক তেজি ঘোড়া,
যেন দুর্বার গতিতে ছুটছেই তো ছুটছে...
প্রিয় মানুষটার দেওয়া ঘড়ির
সময়ের দিকে তাকিয়ে থাকি একদৃষ্টিতে—
শেষ একবার যদি তার দেখা পাই!