সবই হারায়

মুকুটে যুক্ত হয় একেকটি পালক।
মুকুট ভারী হয়, মাথা নুয়ে যায়।
পোশাকে যুক্ত হয় একেকটি রত্ন।
পোশাক ভারী হয়, চলতে কষ্ট হয়।
বড়ো হতে হতে এভাবেই মানুষ
ক্রমশ কুঁকড়ে যেতে থাকে।

একদিন সব‌ই হারায়।
শুধু একটা চাঁদ থেকে যায়
মাথার উপর...
মেঘে ঢাকা, তাই আলো আসে না।
Content Protection by DMCA.com