সত্যি করে বলো

ইচ্ছে করে, বৃষ্টি হই—
ঝরে পড়ি তোমার শরীরজুড়ে।
ইচ্ছে করে, অবাধ্য হ‌ই—
না বলেই ছুটে যাই তোমার কাছে;
সবার সামনে চিৎকার করে বলি,
তুমি একটা নিষ্ঠুর, জেদি, অহংকারী মানুষ…!
মন চায়, জোর করেই তোমায় আটকে রাখি!




তবু পারি না—ভালোবাসি যে!
ভালোবাসলে বড়ো কষ্ট—না যায় আটকানো, না যায় ছাড়া!




বুকের বাক্সে কষ্ট পুষি, তুমি জানো না।
জানতেও চাও না, তোমায় ছাড়া কেমন থাকি!




ইচ্ছে করে, তোমায় ছুঁই— 
হাত দিয়ে, ঠোঁট দিয়ে…যেভাবে ইচ্ছে ছুঁই!
ইচ্ছে করে আরও কত কী!
বিন্দুমাত্র দাম তুমি তার দাও কি?
সত্যি করে বলো, এখন আর আমায় তুমি চাও কি?