শেষ বলে কিছু নেই

 আজ আর
 কান্না আসে না,
 প্রেম আসে না,
 আকুলতা নেই,
 কতদিন স্বপ্ন‌ আসে না...
 .....…..……........................
  
 পথের কাঁটায় পাথরে পায়ে কতটা রক্ত ঝরলে পরে মানুষ আর মানুষ থাকে না...নিষ্প্রাণ হয়ে যায়!
  
 সেই কবে থেকে তোমার কাছে পৌঁছোতেই তো চেয়েছিলাম শুধু, আর কিছু নয়! এতটা পথ পাড়ি দিতে দিতে...পথের বাঁকে বাঁকে রক্ত ঝরতে ঝরতে বুঝি গন্তব্যই হারিয়ে ফেলেছি আজ!
  
 এত পরীক্ষা! এত অবিশ্বাস! কান্নারা কখন হারিয়ে গেছে, খুঁজে পাইনি।
  
 এই পথটা আর সবার জন্য মসৃণ হোক...শুধু আমাকেই দুর্গম পথে ফেলে রেখো।
  
 শুধু চলেছি তো চলেছিই...
 এ পথের...
 শেষ বলে কিছু নেই। 
Content Protection by DMCA.com