শেষপর্যন্ত

আচ্ছা, শেষপর্যন্ত কি কেউ বেঁচে ফিরতে পারে? সর্বোচ্চ চেষ্টা করেও কেউ কি শেষপর্যন্ত বেঁচে যেতে পারে?
পারলেও...কতদিন?

শেষপর্যন্ত কেউ ফেরে না, কেউ ফিরতে পারে না।
না আমাদের দাদাদের দাদারা, মায়েদের মায়েরা, না আমাদের নিজেদের মায়েরা, না কখনও আমরা নিজেরাও।

শেষপর্যন্ত আমরা কেউই ফিরি না,
আমাদের কারুরই স্থায়ী কোনো ঘর কিংবা বসতবাড়ি থাকে না, কেবল কয়েকটা দিন জিরোনোর জন্য একটুকরো মাটি পায়ের তলায় ঠাঁই হিসেবে থাকে।

অবশেষে, সব হিসেবনিকেশ কষে,
আমরা শেষপর্যন্ত শেষ‌ই হয়ে যাই, শূন্যে শূন্য হয়ে সবাইকেই নিশ্চিহ্ন হতে হয়।
হুঁ, শেষপর্যন্ত আমরাই ফিরি, ফিরতে যে হয়…সেই ঠিকানাটায়,
যেখান থেকে কেউ কখনও ফেরে না, ফিরতে কেউ পারেই না।

শেষপর্যন্ত আমাদের কারুরই কিছু থাকে না; যা থাকে,
তার সবই কেবল ছায়া আর আবছায়া, শূন্য আর শূন্যতা।

আমরা কেউই ফিরি না, আমাদের আর কখনও ফেরা হবেও না।
শেষপর্যন্ত আমরা শেষটা দেখে যেতে আর পারি না!
আহা জীবন! আহারে…!