আপনি কি জানেন, আপনার পরিচিত কিংবা চেনাজানা অনেকের সাথেই আপনার শেষদেখা হয়ে গেছে? এমনও অনেকের সাথে আপনি দেখা করে ফেলেছেন, যাদের সাথে আপনার জীবিত অবস্থায় আর কখনোই দেখা হবে না। পরে দেখা হবে বলেছেন যাদের, তাদের মধ্যে অনেকের সাথে আপনার দেখা হবে আসলে পরকালে। যে মানুষটার সাথে খুব অনায়াসেই দুর্ব্যবহার করে হনহন করে হেঁটে চলে গেছেন, যে মানুষটাকে দেখা হলে সরি বলবেন ভেবে ভেবে দিন-মাস-বছর পার করছেন, দেখা হবার আগেই হয়তো আপনি শুনবেন...লোকটা স্ট্রোক করে মারা গেছেন। মানুষের জীবনের সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো শেষদেখা। এমনও অনেকের সাথে শেষদেখা ভেবে কথা বলে এসেছেন, হয়তো দেখবেন, তার সাথে আপনার আরও ত্রিশ বার না চাইলেও দেখা হয়ে যাচ্ছে। পাড়ার আশি-ঊর্দ্ধ বয়স্ক লোকটি যে-কোনো সময় মারা যেতে পারেন ভেবে দেখা-টেখা করে এসে রাতে ঘুমোতে গিয়ে দেখবেন, আটাশ-না-পেরোনো আপনিই পরের দিন সকালে আর বেঁচে নেই। কারও সাথে অন্যায় করে থাকলে সরি বলবেন বলবেন করে সময়ক্ষেপণ না করে তৎক্ষণাৎ সরি বলে ফেলুন; কেউ আপনার সাথে অন্যায় করে থাকলে তাকে মন থেকে ক্ষমা করে দিন; যার সাথে যখনই দেখা হোক, মন থেকেই ভালোবাসুন; পুরোনো বন্ধুবান্ধব, আত্মীয় কিংবা অনাত্মীয়, যাদের সাথে তেমন একটা দেখাসাক্ষাৎ হয় না, কখনো দেখা হলে বুকে জড়িয়ে নিন। বলা তো যায় না, এদের মধ্যে কার সাথে কখন আপনার শেষদেখা হয়ে যাচ্ছে! জীবন একটা খেলাঘর, আর মানুষ এই খেলাঘরের গুটি। আপনি জীবন নিয়ে প্ল্যান করছেন, আর সেই প্ল্যানের গুটি চালছেন মহাকারিগর। যতই চাল চালুন, যতই খেলাঘর মজবুত করুন, যতই খেলায় দক্ষ হন, অন্তরীক্ষে বসে বসে সেই মহাকারিগর হয়তো আপনাকে দেখে মিটমিট করে হেসে অন্য প্ল্যান করছেন। মাছে চেনে না জাল, আর মানুষে চেনে না কাল।