ভাবনার বনসাই: ষাট

১. যা-কিছু কখনওই হারিয়ে যায় না,
তা থেকেও মানুষ লুকোয় কী করে!


২. জীবনটা একদিন খুব সহজ ছিল।
তারপর তোমার সঙ্গে দেখা হলো!


৩. তুমি ছিলে আমার সব কিছু।
এরপর একদিন বুঝলাম,
কাউকেই সব কিছু ভাবতে নেই।


৪. আমার কোনও সমস্যার সমাধান তোমাকে দিতে হবে না।
তুমি শুধু পাশে থেকো, ওতেই হবে।


৫. যাকে নিজের নিঃশ্বাসের সমান বিশ্বাস করেছি,
সে-ই একদিন এমন কাজ করেছে যে,
আমার নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল!


৬. একদিন সব কিছুই শেষ হবে।
সেইদিনও, জেনে রেখো,
আমি তোমাকে ভালোবাসি।


৭. যে চলে গেল,
এবং যে থেকে গেল,
দু-জনের স্পর্শই আমাদের চামড়া সাক্ষ্য দেয়।


৮. যেখানেই থাকো,
আমি তোমার সঙ্গে আছি।
আমি আজও তোমাকে আগের মতোই ভালোবাসি।


৯. আমি ভুল জায়গায় জন্মেছি,
আমি ভুল জায়গায় বেড়েছি,
আমি ভুল জায়গায় পড়েছি,
আমি ভুল জীবনে বেঁচে আছি।


১০. আজ আমি সেরে উঠছি।
কাল আমি আবারও আহত হব।
যা-ই ঘটুক, আমি এর শেষ দেখব।


১১. যা ঘটে গেছে, তা তো আর বদলে ফেলতে পারবে না!
তবে যা ঘটবে, তার চেহারাটা চাইলেই পালটাতে পারবে।


১২. যদি কখনও এই দ্বিধায় পড়ো---
আমি? না কি অন্য কেউ?
সেদিনই আমাকে ছেড়ে চলে যেয়ো!


১৩. তুমি যাকে বিয়ে করবে, সে
ভালোমানুষ হলেও ঝামেলা করবে,
খারাপ মানুষ হলেও ঝামেলা করবে।


তবে ভালোমানুষ হলে সে ভাববে,
এই ঝামেলা করাটা তার অধিকার!


১৪. কী যেন নেই! কী যেন নেই!
অনেক খুঁজে বুঝলাম,
আমিই শুধু নেই!


১৫. তোমায় বলেছিলাম,
তুমি যেখানেই যাও, ঠিক চিনে নেব।
কিন্তু ইদানীং তুমি সামনে থাকলেও ঠিক চিনতে পারি না!


১৬. এসো, সমুদ্র হয়ে বাঁচি।
এক ধাক্কায় ফুঁসে উঠি,
পরের ধাক্কায় শান্ত হই।
তবু যেখানে আছি, সেখানেই থাকি।


১৭. যে যা-ই বলুক,
মন যদি বলে,
'নাহ্‌! এ আমায় জন্য নয়!',
তবে ওটাই ঠিক জেনো।


১৮. মনের বিরুদ্ধে গিয়ে ভালো হবার চেয়ে বরং
মনের মতো চলে খারাপই হব!
ভালো হলেও শাস্তি পাবো, খারাপ হলেও তা-ই পাবো!


১৯. সিংহ হতে চেয়েছিলাম আমিও।
পরে দেখলাম, আমার পা কাঁপে, কণ্ঠস্বরটাও খুব জোরালো নয়।


সবাই সব পারে না, তবে প্রত্যেকেই এমন অনেক কিছুই পারে, যা করে ভালো থাকা যায়।


২০. মাত্র একটা মুহূর্তও
সব কিছুই বদলে দিতে পারে!
Content Protection by DMCA.com