ভাবনার বনসাই: এক-শো আটাশ

১. ভুল করার পর যখন আমরা কষ্ট পাই, ভুলের মাশুল দিই,
তখন যারা আমাদের পাশেই থাকে, ছেড়ে যায় না তখনও,
তারাই আমাদের বন্ধু।




২. যাদের বন্ধু বলেই জেনে এসেছি সবসময়ই,
তারাও একে একে শত্রুতে পরিণত হচ্ছে।
যখন ওদের মুখে আনুগত্যের কথা শুনি,
তখনই দেখি, নিজের পোশাকে রক্তের ছোপছোপ দাগ!




৩. প্রার্থনায় ডুবে যেতে শিখেছে যারা,
ওদের মধ্যে উৎসাহের কমতি কখনও হয় না।
ওদের দেখি আর ভাবি,
তবে কি বসন্ত এসে গেছে? এর নামই কি তবে ভালোবাসা?




৪. কামনার আগুন নিভে গেলেই তো সব সুখের সমাপ্তি!
তার চেয়ে বরং সেই আগুন জ্বেলে রেখে সুখকে জিইয়ে রাখাই ভালো!




৫. কখনও কখনও, জীবনের খুব ছোটো ছোটো ঘটনা,
যেগুলি ভুল করেও কারও চোখে পড়ে না,
সেগুলি ভুলে যেতে সারাজীবনই খরচ হয়ে যায়!




৬. যা-কিছু গড়তে বছরের পর বছর লাগে,
তা-ও ভাঙতে সময় লাগে মাত্র একটি মুহূর্ত।




৭. তোমার গল্প ঢুকে যাবার আগ পর্যন্ত
কাহিনিটাই ছিল অসম্পূর্ণ!




৮. যে জীবনে বেঁচে তুমি দেখছ না,
সে জীবনে কেউ-না-কেউ ঠিকই বেঁচে নিচ্ছে।
তাই এমন একটিও জীবন নেই, যা বাঁচার মতো নয়।




৯. তোমার হৃদয় যখন যখন বিশ্রাম নেয়,
সেই মুহূর্তগুলিতেও যদি তাকে খুঁজে না পাও,
তবে তোমার ওষ্ঠযুগলের কোণে দুঃখ লুকিয়ে হাসবে তুমি কী করে!




১০. জানিই, এইসব দায় সেইসব পাপের,
যার একটিও তুমি করোনি।
তবুও, সব সত্যকে মাথায় রেখেও,
তোমার খ্যাতির শরীর থেকে এইসব কলঙ্ককে মুছবে কী করে!




১১. জীবনটা ছোটো, মানছি।
তবু প্রতিটি মুহূর্তই কি আয়ুর সমান দামি নয়?




১২. সময়ের ভগ্নাংশেই যেখানে অনেককিছুই বদলে যায়,
সেখানে জীবনের ব্যাখ্যা খোঁজার জন্য
পুরোটা জীবন অপেক্ষা করে থাকা কঠিন নয় কি!




১৩. দিনশেষে, হৃদয়দহনের ছাইটুকুও পড়ে থাকে না!
তখন এক দুঃখই হৃদয় জেতে!




১৪. আমার যন্ত্রণা দেখে
খোদাও হাজির হলেন,
অথচ...তবু তোমার মন গলল না!




১৫. তুমি যে আমায়
বোঝোই না,
এটা বুঝতেই
আমার হাজার বছর লাগল!




১৬. জিভের ডগায় এত এত কথা নিয়ে ঘুরি যে
কোথা থেকে শুরু করি,
তা-ই বুঝতে পারি না!




১৭. তুমিই বলে দাও,
তোমাকে আমার কাছে আসতে হলে
আমাকে কার সামনে গিয়ে কুর্নিশ করতে হবে?




১৮. প্রিয়, গল্পবলা থামিয়ো না।
ভালোবাসি বলেই
তোমার প্রতিটি বাসি গল্পও টাটকা লাগে!




১৯. দুঃখ এলে বরং হাসতে থেকো।
এর চাইতে বেশি প্রতিশোধ
আর নেবেই-বা কীভাবে!




২০. ভালোবাসার শেষ ঘরটিতে…
বিষের পেয়ালা যখন প্রিয়ার হাতে,
তা-ও যে অমৃতের প্রতিদ্বন্দ্বী!
Content Protection by DMCA.com