১. আহা, যদি চোখের জলে দুঃস্বপ্নগুলিও ধুয়ে চলে যেত! ২. একদিন যে হাতটা ধরে বেঁচে ছিলাম, আজ সে হাত ধরে আরও একজন বাঁচে। তোমার কষ্ট হয় না একইসঙ্গে দু-জনের ভার সামলাতে? ৩. জীবনকে যে মানুষটা হেসেই উড়িয়ে দেয়, সে মানুষকেই কিনা তুমি রাখছ এমন কান্নায়! ৪. তোমাকে স্বপ্নে দেখে ঘুম ভেঙে জেগে উঠি! তখন ভাবি, কেন তোমাকে স্বপ্নেও বিরক্ত করছি! ওই বেচারির তো কোনও দোষ নেই! ৫. আমি প্রতিটি পুরুষের মধ্যেই তোমার ছায়া খুঁজে বেড়াই…! আমি না পাবো তোমাকে, আমায় না পাবে অন্য কেউ। ৬. কেন না ডাকতেই এমন চলে আসো? আগে তো ডাকলেও আসতে না! ৭. তুমি যখন পাশে ছিলে, তোমাকে ভুলে থাকাটা তখনই বরং সহজ ছিল! ৮. আমার হাসি দেখে আমায় ক্লান্ত ভেবো না। আমি আসলে খুব চেয়েও কাঁদতে পারছি না! ৯. এমন নয় যে, সময় পেলেই আমি তোমায় নিয়ে ভাবি! তোমায় ভাবতে ভাবতে সময়ই তো পাই না! ১০. যারা আমার জীবনে থেকে গেছে, ওদের মনেই পড়ে না! আর যে কিনা আমার জীবন থেকে চলে গেল, তাকেই কিছুতে ভুলে পারি না! ১১. তোমার স্মৃতিরা এমন বেপরোয়া কেন? ঘরে ঢোকার সময় একটু জিজ্ঞেস পর্যন্ত করে না! ১২. ওয়াদা রাখতে জোর করব না, এসে কেবল স্মৃতিগুলি ফেরত নিয়ে যাও! ১৩. প্রতিটি নিঃশ্বাসে তোমাকে রাখতে রাখতে একদিন দম আটকে মারাই যাব! ১৪. আমাকে ভালোবাসতে হবে না, শুধু এক বার নিজের মুখে বলে যাও, তুমি আমাকে ঘৃণা করো। এই সহজ কথাটি আমি কিছুতেই নিজেকে বিশ্বাস করাতে পারছি না! ১৫. তুমি যখন ছিলে, তখন রাগ হতো তুমি আমার মনের কথা শোনো না বলে। আজ রাগ হয় আমার মন আমার কথা শোনে না বলে। ১৬. তোমার কোনও দোষ নেই, সবই আমার অদৃষ্ট! ১৭. স্বপ্নে তোমাকে দেখার লোভেই ইদানীং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি! ১৮. তুমি আমার সঙ্গে যা যা করেছ, তার সঙ্গেও ওরকম কিছু কোরো না। মানুষ বার বার বানানো গল্প খাবে না! মানুষের বিশ্বাসেরও তো একটা সীমা আছে! ১৯. এত সহজেই সব ভুলে গেলে! ভার্সিটিতে কি তবে নকল করে ফার্স্ট হতে? ২০. কাউকে ভুলতে না পারলে তাকে মনে রেখে দেওয়া বাদে আর কীই-বা করতে পারি আমি!