তোমাকে আমি সবসময়ই,
চেয়েছি মনেপ্রাণে—
আমার খুব কাছে,
নিঃশব্দের মায়াতে,
বুকের গভীরে।
তোমার মুখোমুখি আমি
স্থিত আত্মতৃপ্ত...সম্মতির;
আহত জাগরণে,
নির্বাসিত এ ক্ষণ।
তুমি আমায় একবার—
বুকে টেনে নিতেই,
আমার সব অভিমান, যত যন্ত্রণা...
সবটাই শান্ত নদীর মতন নীরবে থাকে।