খুব ইচ্ছে করে তোমাকে ছুঁতে। একবার গভীরভাবে স্পর্শ করতে খুব ইচ্ছে করে তোমাকে— যে-ছোঁয়ায় শরীর ছুঁয়ে ছুঁতে পারি আত্মাকেও।
একবার চুমু খেতে চাই, যে-চুম্বন তোমাকে ভুলিয়ে দেবে জাত, ধর্ম, বর্ণ, সম্মান, প্রতিপত্তি, মোহ…
তুমি শরীর খুলে রেখে আসবে, যেভাবে পোশাক খুলে জড়িয়ে ধরো; শুদ্ধ এক আত্মার সাথে তবে একাত্ম হব। সেদিন জানবে তুমি, এই হাত তোমার, এই চোখ তোমার, এই বক্ষসুধা তোমার!
জানবে, এ বুকে পদ্ম ফোটে তোমার জন্য, এ সৌরভ, এ প্রাণ শুধু তোমারই। এভাবে একবার তোমায় ছোঁব, তারপর অ্যান্টার্কটিকার বরফ হয়ে জমে রবো মানুষের স্পর্শের বাইরে।
যে-ছোঁয়া ঘোচায় সমস্ত যাতনা, আমি তোমার তেমনই শান্তির এক কোল হব। ক্লান্তি যত, ঘুচিয়ে দিয়ে তোমায় জড়িয়ে রবো।