যাপনের ভ্রম

যখন‌ ভাবি,
মৃত্যু বলে কিছু নেই, জীবন বলেও কিছু নেই,
তখন‌ই হঠাৎ দেখি,
আকাশ পরিষ্কার, নদীর জল‌ও স্বচ্ছ...
যেন হাওয়া ও স্রোত, দুই-ই মৃত!

বুঝতে পারি,
বেঁচে থাকা... হ্যাঁ, বেঁচে থাকা...
মহত্ত্ব বলতে এটুক‌ই...
বাকিটা যাপনের ভ্রম!
Content Protection by DMCA.com