এতটা কঠিন চেহারার নিচেও, ব্যথায় পাথর হৃদয়ের মধ্যেও, এই কঠোর চাহনির ভেতরেও, কর্কশ কণ্ঠস্বরের আড়ালেও... বিশ্বাস করো, আমার কোথাও নিভৃতে ভালোবাসার সেই সুরটি বাজে, তুমি ঘরে ফেরার পর যে সুর তোমার ক্লান্তি তাড়ায়, নিজেকে ভালোবাসতে শেখায়। আমায় যেটুক দেখো, আমি কেবলই সেটুক নই... যদি দেখতে জানো।