আকস্মিক দুর্ঘটনা,
কিংবা কাছের মানুষটির হঠাৎ মৃত্যু…
আপনার মনে কেমন অনুভূতির জন্ম দেবে?
আমার এ হৃদয় আপনার হাতে সঁপে দিই…
কেননা, আমি জানি—তা সুরক্ষিত নয়।
আমার অনুভূতি আপনার পায়ে সমর্পণ করি
শুধু এ আশায়—
যদি তা পুনরায় উপাসনায় রূপ নেয়!
চেষ্টা করি…ফিরে তাকানোর,
যদি সময়, স্মৃতি, আবেগ—
এসবের যে-কোনো কিছু…
বীভৎস পীড়ায় ভস্ম হতে দেখা যায়!
উপভোগ করি দৈহিক কষ্ট,
যদি কোনোভাবে প্রাণপ্রতিষ্ঠা করা যায়!
উপেক্ষা করি জাগতিক সুখ,
তীব্রভাবে ভেতরটাকে আঁকড়ে ধরি তোমার,
যদি...এ-ই আমাদের শেষদেখা হয়!
বিকল্প সমীকরণে আঁকি তোমার মুখ,
যেন তুমি বোঝো—আমি কতখানি ভঙ্গুর।
আমি হতাশ, বিষণ্ন—অসহ্য যন্ত্রণায়
মানসিকভাবে ভাঙছি প্রতিনিয়ত…
তবুও, নিয়তি ঠিকানা যে দিল আমায়,
স্বচ্ছন্দ গ্রহণই তা জানিয়ে দেয়—ভাবো,
কতখানি বিস্ময়ে আমি ছুঁয়েছি তোমায়!