মাইন্ডসেট

উইনারদের মাইন্ডসেট:
১. নুতন কিছু শিখব। নিজের পেছনেই লেগে থাকব আজীবন।
২. যা ভালো লাগল, গ্রহণ করব; যা ভালো লাগল না, এড়িয়ে যাব। কোনও বিষয় নিয়ে ভালো কিছু বলার না থাকলে চুপ থাকব এবং অন্য বিষয় নিয়ে ভাবব।
৩. ব্যক্তি নয়, ব্যক্তির কাজ‌ই জরুরি। ব্যক্তি বা তার ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই আলাপ করব না। যাকে ভালো লাগে না, তার ধারেকাছেও যাব না।
৪. যা পছন্দ হলো না, তা নিয়ে না ভেবে পছন্দের কিছু নিয়েই ভাবব। কাউকেই জাজ করে করে বিরক্ত করব না; কার‌ও‌ কোনও ক্ষতি না করে যার যা খুশি করুক গিয়ে!
৫. লোকের নেগেটিভ দিকগুলোকে এড়িয়ে চলে পজিটিভ দিকগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করব। কাজটা কঠিন হলেও করব।
৬. নিজেকে এত বেশি ব্যস্ত রাখব যে, কে কী করে না করে, তা নিয়ে ভাবার সময় বা রুচি আমার কখনোই হবে না।
৭. গায়ে পড়ে কাউকেই জ্ঞান দিতে যাব না। পরামর্শের প্রয়োজন হলে যে কখনোই আমার দ্বারস্থ হতো না, যেচে পড়ে তাকে পরামর্শ দিতে কখনোই যাব না। আমি সেই মলমবিক্রেতা হতে চাই না, যার মলমে তার নিজের ক্ষতই সারে না।
৮. নিজের দুর্বলতাগুলো নিয়ে কাজ করব। নিজে কী কী পারি না, তা নিয়েই বেশি ভাবব।
৯. সফলরা যে যে কারণে সফল, সেগুলি অনুকরণ ও অনুসরণ করার চেষ্টা করব। ওদের অন্ধকার দিক নিয়ে গবেষণা না করে আলোকিত দিক রপ্ত করার চেষ্টা করব।
১০. নিজের আমলনামা সুন্দর করার চেষ্টা করব। অন্যের বাসায় রুটি পুড়ে গেল কি গেল না, তা নিয়ে ভুল করেও তার মনে কষ্ট দিয়ে জ্ঞান দেবো না, কেননা সেই পোড়া রুটি তো আর আমাকে খেতে হচ্ছে না।
১১. যা যেমন এবং যে যেমন, তাকে ঠিক তেমনিভাবেই গ্রহণ করব কিংবা ওখানেই ছেড়ে আসব। কোনও কিছু নিয়েই ওভারথিংক করব না।

লুজারদের মাইন্ডসেট:
১. নতুন কার‌ও পেছনে লাগব। অন্যের পেছনেই লেগে থাকব আজীবন।
২. যা ভালো লাগল, তা নিয়ে গবেষণা করব; যা ভালো লাগল না, তা নিয়ে বেশি গবেষণা করব। কোনও বিষয় নিয়ে ভালো কিছু বলার না থাকলেও চুপ থাকব না এবং অন্য বিষয় নিয়েও ভাবব না।
৩. ব্যক্তির কাজ নয়, ব্যক্তিই জরুরি। ব্যক্তি বা তার ব্যক্তিগত জীবন নিয়েই সবসময় আলাপ করব। যাকে ভালো লাগে না, তার পেছন পেছন‌ই ঘুরব।
৪. পছন্দের কিছু নিয়ে না ভেবে যা পছন্দ হলো না, তা নিয়েই ভাবব। সবাইকেই জাজ করে করে বিরক্ত করব; কার‌ও‌ কোনও ক্ষতি না করলেও যে যা খুশি করতেই পারে না!
৫. লোকের নেগেটিভ দিকগুলো নিয়ে আলাপ করে পজিটিভ দিকগুলো ভুলে থাকার চেষ্টা করব। কাজটা সহজ বলেই করব।
৬. নিজেকে এত বেশি বেকার রাখব যে, কে কী করে না করে, তা নিয়ে ভাবার সময় বা রুচি আমার সবসময়ই হবে।
৭. গায়ে পড়ে, দরকার হলে ঘাড়ে ধরে হলেও সবাইকে জ্ঞান দেবো। পরামর্শের প্রয়োজন হলে যে কখনোই আমার দ্বারস্থ হতো না, যেচে পড়ে তাকে পরামর্শ দিতে সবসময়ই ছুটে যাব বেআক্কেলের মতন। আমি সেই মলমবিক্রেতাই হতে চাই, যার মলমে তার নিজের ক্ষতই সারে না।
৮. অন্যের দুর্বলতাগুলো নিয়ে গল্প করব। অন্যে কী কী পারি না, তা নিয়েই বেশি ভাবব।
৯. সফলরা যে যে কারণে সফল, সেগুলি অনুকরণ ও অনুসরণ করতে ব্যর্থ হয়ে ওদের খুঁতগুলো নিয়েই পড়ে থাকব। ওদের অন্ধকার এবং আলোকিত, দুই দিক নিয়েই বাজে কথা বলার চেষ্টা করব।
১০. অন্যের আমলনামা অসুন্দর প্রমাণ করার চেষ্টা করব। অন্যের বাসায় রুটি পুড়ে গেল কি গেল না, তা নিয়ে গায়ে পড়ে তার মনে কষ্ট দিয়ে হলেও জ্ঞান দেবো, কেননা সেই পোড়া রুটিই তাকে ছোটো করার একমাত্র রাস্তা।
১১. যা যেমন এবং যে যেমন, তাকে ঠিক তেমনিভাবেই গ্রহণ না করে কিংবা ওখানেই ছেড়ে না এসে বরং কী হ‌ওয়া উচিত ছিল এবং কী হলো, তা নিয়ে গবেষণা করব এবং করতেই থাকব। সবকিছু নিয়েই ওভারথিংক করব।

আর‌ও আছে। আপনারাও কিছু অ্যাড করতে পারেন।
Content Protection by DMCA.com