ভালোবাসার কাছে ফেরা

১.
তোমার আমাকে পাওয়া হলে জানিয়ো। আমি আমার নিজেকে কোথাও খুঁজে পাচ্ছি না।




২.
প্রথমে আমাদের দুটো শরীরের মধ্যে সম্পর্ক হলো, এর পরে দুটো মনের, আর তারপর আত্নার। আমি শুধুই দেখলাম...শুধুই দেখেই গেলাম...
এরকমও হয়! সত্যিই হয়!?




৩.
পানির দামে যে-বাজারে মন পাওয়া যায়, সেখানে যাওয়া-আসা করার কারণেই তোমরা কারুর মন পাও না। মন তো আর বাজারের সদাই না। কারও মন পেতে চাইলে কেবলই নিজের মন সম্পর্কে ওয়াকিফ থাকতে হয়।
আচ্ছা, তোমাদের কি মন আছে আদৌ?




৪.
তোমার ঠোঁটের তিল সুন্দর।
কিন্তু তোমার বুকের ভেতরকার জখমগুলো অসুন্দর।
এই ঠোঁট তোমাকে অহংকারী করবে আর ক্ষতগুলো তোমায় মানুষ বানাবে। এবার তুমিই ঠিক করো, কোন পথে হাঁটবে।




৫.
থামো... আরও একটু থামো...
নিস্তব্ধতাগুলোকে কথা বলতে দাও।




৬.
যতদিন বেঁচে আছি, এমন নির্লিপ্তই থাকব, আমাকে বোঝার সুযোগ আর কাউকে দেবো না।




৭.
শেষ হতে হতেই শুরু হয় কেউ,
আর কেউবা শুরু করতে করতেই শেষ হয়।




৮.
এতই ক্লান্ত লাগে যে, বিশ্রামও আজকাল আর ধরা দেয় না।




৯.
আমি বেঁচে থাকতে তোমাকে একটু দেখতে পেলাম না। তাই তুমিও মরে গেলে আমাকে আর দেখতে পাবে না।




১০.
প্রকৃত ভালোবাসায় এত শাস্তি থাকে বিধায় ধীরে ধীরে মানুষের ভালোবাসা কমে যাচ্ছে। মানুষ আজকাল শুধুই কামে বিশ্বাসী হয়ে পড়ছে।
না, অত ভেবো না, মানুষকে আবারও ভালোবাসার কাছেই ফিরতে হবে। যাবার জায়গা আর নেই।
Content Protection by DMCA.com