ভাবনার বনসাই: এক-শো বাহাত্তর

১. আমি তোমার কী এমন উপকার করেছি যে
আমায় এমন কষ্ট দিলে?




২. কাউকে ভালোবাসার চাইতে
তাকে বিরক্ত না করাটা জরুরি।




৩. ঘৃণার চাইতে বড়ো আত্মতৃপ্তি আর কী আছে!




৪. মেয়েরা প্রথম ভালোবাসতে শেখে কার‌ও প্রেমে পড়ার পর। মানুষটার জন্যই ভালোবাসাকে ভালোবাসে।
পরবর্তীতে ওরা ভালোবাসতে ভালোবাসে বলেই মানুষটাকে ধরে রাখতে চায়। ভালোবাসার জন্যই মানুষটাকে ভালোবাসে।




৫. প্রেমের ক্ষেত্রে,
প্রতিটি প্রতারণাই
শুরুতে স্বর্গীয় লাগে।




৬. প্লেবয় এবং পলিটিশিয়ানের মধ্যে একটাই মিল:
লজ্জাহীনতার জোরে ওরা সবাইকেই খুশি রাখতে পারে।




৭. নিজেকে সান্ত্বনা দেবার সবচাইতে সহজ রাস্তাটি হলো: সফলদের নিন্দা করে বেড়ানো।




৮. দিনের বেলায় শুয়ে থাকার জন্য
সেক্সের চাইতে মধুর অজুহাত আর নেই।




৯. ভালোবেসে বিয়ে করা গেলেও
শুধুই ভালোবেসে বিয়ে টিকিয়ে রাখা যায় না।




১০. লোকে কেবলই তরুণীদের অর্থহীন কথা সহ্য করে, বৃদ্ধাদের নয়।




১১. যার যত ফ্যান,
সে তত বিপন্ন।




১২. দুই ধরনের মানুষ কখনও রাজনীতিবিদ হতে পারে না:
যে মিথ্যা বলে না।
যে মিথ্যা হজম করতে পারে না।




১৩. যে লোকটা ধনীও নয়, আবার কোনও কাজেও লাগে না,
তাকে কেউই কখনও পাত্তা দেয় না।




১৪. লোকের হাতে-পায়ে ধরে নিজের লেখা পড়ানোকে
লেখক হ‌ওয়া বলে না।




১৫. ভালোবাসায়
মনে মনে মিলে যতটা
চামড়ায় চামড়ায় মিলে ততোধিক।




১৬. দুই জন মানুষ
পাশাপাশি শুয়ে থাকে
ভিন্ন কাউকে মনে রেখে
---এর নাম‌ই দাম্পত্যজীবন।




১৭. ন্যায়বিচারের জননী আইন হলেও
আইনের সন্তান ন্যায়বিচার না-ও হতে পারে।




১৮. মানুষকে ঐক্যবদ্ধ করার বেলায়
ভালোবাসার চাইতে ঘৃণার শক্তি অনেক বেশি।




১৯. ভালোবাসায় ব্যর্থ মানুষ
সুখের আশায় বিয়ে করার মধ্য দিয়ে
আত্মহত্যাপ্রবণ হবার পথটা সহজ করে।




২০. কেউ সত্যিই সতী-সাধ্বী,
কেউবা সত্যিই কুৎসিত।
Content Protection by DMCA.com