১. তোমাকে বোঝা যত কঠিন, তোমাকে বোঝানো ততোধিক কঠিন।
২. জীবনে কিছুই করতে না পারার গ্লানি ঢাকতে শেষমেশ সে বিয়েই করে ফেলল!
৩. মাথার উপর... ধূসর আকাশ। পায়ের নিচে... তপ্ত জমিন। বাতাসের স্বাদে...ঘামের নৈবেদ্য।
৪. পুড়ে হইনি তো ছাই; তাই বুঝি আমার মধ্যে আগুন খোঁজো আজও?
৫. চাঁদের আলোয় হারিয়েছে চাঁদ। চাঁদ তবু চাঁদই খোঁজে।
৬. ঝরনার জল চলে একদিকেই... পাথরে পাথরে নানান ধারায় ---সত্যের পথ ঠিক তেমনই!
৭. যে সত্যের মুখোশ নেই, যে নিতে পারে তা-ও, জ্ঞানী বলি তাকেই।
৮. আলোর দিকে পিঠটা দিলে ছায়া তখন সামনে থাকে। আলোর দিকে মুখটা দিলে ছায়া তখন পেছনে হটে।
৯. সত্য কখনও যায় না যে বলা, সত্যকে তাই বুঝে নিতে হয়।
১০. ভালোবাসার শক্তি যার আছে, সে কখনও হয় না একা। একাকিত্ব কেবল তারই সাথী, নিজের সঙ্গেও যার হয় না দেখা!
১১. নিজধর্ম ও নিজমত জানে যে যত, পরধর্মে ও পরমতে শ্রদ্ধা রাখে সে তত।
১২. পরের ঈশ্বর ভাঙছ যত, নিজের ঈশ্বর ভাঙছে তত।
১৩. শান্তি দেয় কিংবা নেয় না যা-কিছু, তা ভালোবাসা নয়, সম্পর্ক মাত্র।
১৪. যার ভালো যা-কিছু, তার ঈশ্বর তাতেই থাকেন। মানুষভেদেই ঈশ্বরের ভেদ।
১৫. নিজের জীবনকে নিজের ঈশ্বরের প্রিয় করে তোলা, অন্যের জীবনকে নিজের ঈশ্বরের প্রিয় করে তোলার ইচ্ছে বাদ দেওয়া, ---প্রকৃত মানুষের এই দুই-ই ধর্ম।
১৬. নিয়তের ফেরে নিয়তি ঘোরে।
১৭. অবিশ্বাসে ঠকার চেয়ে বিশ্বাসে জেতাই ভালো।
১৮. যে রাজা হতে জানে, সে মুকুটেও রাজা, ছেঁড়া কাপড়েও রাজা।
১৯. ভালোবাসার শক্তি ও ভালোথাকার শক্তি ---যদি তোমার বাড়ে দুটোই সমান তালে, তবে হৃদয় তোমার ভাঙবেই না কোনও কালে।
২০. ইচ্ছে যখন বিশ্বাস ভুলে সমর্পিত হয় যুক্তির পায়ে, ব্যর্থতাটা আসে তখনই।