ভাবনার বনসাই: এক-শো আটচল্লিশ

১। যাকে বিনা মূল্যে পাওয়া যায়,
তার চাইতে
যে বিনা মূল্যে কাজ করে দেয়,
সে অনেক দামি।

২। যার পকেট খালি,
তার আবার চিন্তা কীসের?
যার চিন্তাই নেই,
তার আবার জীবন কীসের?

৩। যার কবিতা
কেউই নেয় না খুঁজে,
সে তো কবি নয়!

যার কবিতা
মেলে খোঁজার আগেই,
সে-ও কবি নয়!

৪। জলের খোঁজে যাই।

তারপর...
বালতির তলায়
কিছু ঘাসফুল মাড়িয়ে
জল ভরে ফিরে আসি।

৫। কালো রংটা খুঁজে চলেছে
সাদাকে।

ওর ইচ্ছে একটাই:
সাদার মধ্যে-থাকা
আলোটাকে খুন করে
ওটাকে বানাবে...
হয় ধূসর,
নয় ডোরাকাটা।

৬। কার‌ও মন খারাপ,
কার‌ওবা খারাপ মন।

৭। সবাই বেকার নয়,
কেউ কেউ হেটার।

৮। প্রিয়, প্রেম করার জন্য যে তোমার একজন অকর্মাই দরকার, বুঝিনি আগে!
নইলে তো কাজের ছিলাম আমিও!

৯। আমি কী চাই, আমাকে তা আর জিজ্ঞেস কোরো না।
দেখা যাবে, তোমার কাছে তোমাকেই চেয়ে বসেছি সমস্ত লজ্জার মাথা খেয়ে!

১০। যে নৌকো লেপটে থাকে নদীর বুকে...দিবারাত্রি,
সে-ও কি জানে নদীর দুঃখের খোঁজ?

১১। যে পুরুষের প্রেমিকা নেই, তার সুখ‌ও নেই, দুঃখ‌ও নেই;
তার শুধুই জীবন আছে।

১২। কেউ খায়,
কেউ চ্যাঁচায়।

১৩। কেউ ভালোবেসে চুপ থাকে,
কেউবা সহ্য করে চুপ থাকে।

১৪। তোমাকে ভালোবাসে যে,
শাস্তি দিতে হলে তোমাকেই দেবে।

তোমাকে ভালোবাসে না যে,
শাস্তি দিতে হলে তোমার হৃদয়কেই দেবে।

১৫। তোমার জন্য প্রার্থনা করি...সারাক্ষণই।
এতে তুমি ভালো থাকো না থাকো,
আমি ভালো থাকি।

১৬। মনে অভিযোগ থাকলে,
তা স্পষ্ট করে বলো।
প্রচ্ছন্ন দূরত্বের চাইতে
কঠোর সিদ্ধান্তও ভালো।

১৭। ঘনিষ্ঠতম বন্ধুটিকেও,
তার সমস্ত গোপনীয়তা প্রকাশ করতে
জোর কোরো না।
নিশ্চয়ই,
বন্ধুর গোপনীয়তা জানতে না পারার অস্বস্তির চাইতে
বন্ধুর মুখের মিথ্যা কথা সহ্য করা অনেক বেশি কষ্টের।

১৮। যার হাতে সময় অফুরন্ত,
তার সময় চায় না কেউই!
যার হাতে সময় অল্প ভীষণ,
তার‌ সময়ের প্রার্থী সবাই-ই!

১৯। পড়াশোনা এক কথা,
ফলাফল আরেক কথা।

২০। কিছুই পেতে আসেনি যে,
তার হারাবার কিছুই নেই।