ভাবনার উলটোপিঠে

রাতে আরাম করে ঘুমোবো ভেবে সারাদিন পরিশ্রান্ত থেকেছি, তবুও ঘুমটা এলই না।




সারাবছর পড়াশুনো করে এগিয়ে থেকেও আমিই সবার আগে রেজাল্ট খারাপ করেছি।




চুল কেটে ববকাট দেবার পর বুঝলাম,
আমাকে লম্বা চুলেই মানায় বেশি।




'পাহাড় আমায় খুব টানে!' এই ছোট্ট কথাটা এই ঘরকুনো আমি বলতেই পারিনি কখনও!




যাকে ভালোবেসেছি, সে আমায় ভুল বুঝে অন্য কারুর হাত ধরেছে,
অথচ যাকে ভালোবাসিনি, সে-ই আমাকে ভালোবাসতে শিখিয়েছে!




যার সঙ্গে সংসার পাততে চেয়েছি, তার নাকি আগে থেকেই একটা সংসার ছিল,
আর যাকে নিয়ে কিচ্ছু ভাবিনি কখনও, সে নাকি দিনরাত এক করে আমায় নিয়েই ভাবে!




আমার বিপদে প্রিয় বন্ধুটি আমাকে না চেনার ভান করল,
অথচ যাকে তেমন করে চিনতামই না, সেই মানুষটা আমায় বুকে টেনে নিল!




যে সাদা জামাটা জন্মদিনে পরব বলে তুলে রেখেছিলাম, সেই জামাটাতেই কিনা চায়ের দাগ লাগল!




আমি যাকে বিশ্বাস করে মনের কথা বলব ভেবেছি, সে-ই কিনা আমাকে ছুরি মারার অপেক্ষায় আড়ালে বসে ছিল!




জীবনে কোনোদিনই চা, পান, তামাক ছুঁয়ে-না-দেখা আমারই কিনা সবার আগে ক্যানসার হলো!




তবে কি আমরা যা ভেবে রাখি, তার কিছুই ঠিকঠাক মেলে না?
Content Protection by DMCA.com