বৃষ্টি-বাদল আমি আর হতে চাই না, এবার আমি ঝড় হব।
মাটি হতে চাই না আর আমি, এবার সত্যি আকাশ হব।
অভিমানী হতে হতে আমি ক্লান্ত ভীষণ, এবার একটু বেপরোয়াই হব।
অভিযোগ করে করে আর কত...! এবার আমিই বিচারক হব।
পাগলামো ঝেঁটিয়ে করেছি বিদেয়, এবার নিয়ম মেনে চলা এক মানুষ হব...
আমি নেতিয়ে-পড়া শাড়িটা আর হতে যাব না, এবার আঁটসাঁট জামায় নিজেকে পালটে ফেলব।
অপেক্ষা করা ছেড়ে দিয়েছি নিজেও... কেউ আমার অপেক্ষায় থাকলে তাকে উপেক্ষায় রেখে দেবোই দেবো...
আমি এলোমেলো থাকব না আর, খুব গুছিয়ে জমিয়ে ঘর করব...
আর প্রেমিকা নয়... একদম বউ হয়ে যাব।
মায়ায় নয়, দায়িত্বে মোড়াব সবই... এক তোমায় ছাড়া!
তোমায় খুন করতে চাইব না আর... কিন্তু আমায় যে তুমিই খুন করেছ, সেটা আমি প্রতিদিনই তোমায় মনে করাব অসংখ্য বার।
এই অগোছালো, দায়িত্বজ্ঞানহীন আমিটাই আজ পড়তে বসেছি, তোমার মতন ব্যস্ত বড়ো চাকুরে হব... দেখলাম, চাকরি করলে সব ভুলে থাকা যায়... চাকরি যারা করে, ওরা ঠিকই হাসতে হাসতে ভালোবাসার কথা ভুলে থাকতে পারে...