বিশ্বাসের ঘর

জীবনে অনেক কিছু হারিয়ে গেলে দ্বিতীয় বার ফিরে পাবেন।

সন্তান মারা গেলে আরেকটা জন্ম দিতে পারবেন। টাকা হারালে পরিশ্রম করে আবার অর্জন করতে পারবেন। ভেঙে-যাওয়া ঘর নতুন করে গড়া যায়, ভেঙে-যাওয়া সম্পর্ক নতুন করে জোড়া লাগানো যায়…এমন অনেক কিছুই ভাঙলেও আবার জোড়া লাগে; কিন্তু পৃথিবীতে এমন একটা জিনিস আছে, যা কখনোই দ্বিতীয় বার কোনোভাবেই ফিরে পাওয়া যায় না, আর তা হলো: বিশ্বাস।

বিশ্বাস এক বার ভেঙে গেলে পৃথিবীর কোনো কিছুর বিনিময়েই তা দ্বিতীয় বার পুনরুদ্ধার করা সম্ভব নয়।

ডুবে-যাওয়া তরী, ভেঙে-পড়া ঘর, নুয়ে-যাওয়া শরীর কিংবা পুড়ে-যাওয়া স্বপ্ন চাইলে হয়তোবা নতুন করে গড়া যায়, একমাত্র বিশ্বাস ভাঙলেই তা আর নতুন করে গড়া যায় না।

যে মানুষটি খুব জরুরি কথা বলবে বলে পরিচিত প্রিয় রাস্তার মোড়টায় টানা তিন ঘণ্টা দাঁড় করিয়ে রেখে শেষ পর্যন্ত আর আসেনি, পরের বার কখনো সে একই রাস্তার মোড়ে টানা তিন বছর দাঁড়িয়ে থাকলেও তার প্রতি হারানো বিশ্বাসটা আর ফিরবে না কিছুতেই।

দিনরাত আপনাকে 'ভালোবাসি' 'ভালোবাসি' বলে পাগলামো-করা মানুষটা যখন আপনার সরলতার সুযোগে অন্য কাউকেও 'ভালোবাসি' বলে ফেলে, পরের বার নিজের গোটাজীবনও সে যদি আপনার জন্য উৎসর্গ করে দেয়, তবুও তার প্রতি আগের বিশ্বাসটা আর ফিরবে না।

জীবনে যত কিছু অর্জন করেছেন, সবচেয়ে বড়ো অর্জনটি হলো: কারও বিশ্বাস অর্জন করতে পারা এবং তা আজীবন রক্ষা করতে পারা।

হাজার হাজার মানুষ, প্রতিদিনই তো কতশত বিশ্বাস অর্জন করছে পৃথিবীর অলিতে-গলিতে, কিন্তু এদের মধ্যে কয় জন এই বিশ্বাস রক্ষা করতে পারছে, বলুন তো?

মানুষের সাথে থাকা সহজ, কিন্তু বিশ্বাস করে থাকা অনেক কঠিন।
Content Protection by DMCA.com