মেয়ে, তুমি একলা চলার দেশে, কারও ধোরো না হাত এই বয়সে এসে! যাকে তুলবে সাথী করে, আর বাঁধবে প্রীতির ডোরে, তার লাগবে সবই ভালো… ছড়াবে জয়ের হাসি আলো! জেনো, মিথ্যে এসব প্রেম; এদের অনেক খিদে, গিলে ফেলে সব হেম! তোমার পান্থশালায়, মেয়ে, দিয়ো না ঠাঁই ভুল পথিকে যদি ওঠেও হৃদয় গেয়ে! এ যে একলা চলার পথ, তবু তুমি থামাও যদি রথ, দেখো, বাজবে ব্যথার বীণ; যাত্রা এমন হয়ই অর্থহীন!