ছেড়ে যাবার জন্য—
যে-কোনো অজুহাতই, বড়ো ঠুনকো;
ভালোবাসার প্রতিশ্রুতিতে—
প্রত্যাশার স্থান বড্ড বেমানান।
শরীর ছুঁতে যেন—স্পর্শের স্পষ্টতাই অকাট্য।
হৃদয়েই যার বিচরণ উন্মুক্ত—
তাকে স্পর্শ করি কী উপায়ে?
কোন পিছুটানে ফেরাই তাকে?
আমি তোমায় মুক্তি দিলাম, এই ক্ষণে।
কখনো কখনো...
দুঃখের আলিঙ্গনে নিজেকে বেঁধে ফেলতে হয়,
কিছু কষ্ট গিলে ফেলতে হয়...
গলায় দলা পাকিয়ে রেখে কী লাভ?
কিছু ব্যথা মেনে নিতে হয়,
আরোগ্যলাভের আশায়...
ক্ষত বাড়িয়ে কী লাভ?
কিছু কণ্ঠ ছুঁয়ে যেতে নেই;
বাঁচতে চাইলে বরং...
ভুলে যাওয়া জরুরি।