বড়ো ব্যথা পেয়েছিল সে... জ্বলত হৃদয়েই শত চিতা, চিতায় চিতা মিশে আজ হলো নির্বাণ যত ব্যথা।
প্রাণের অনন্ত শ্মশান হয়েছে শ্মশানেরই ছাই, হৃদয়ের অনন্ত যাতনা সমুদ্রে নিভে গেছে তাই।
হাজার স্নেহের পরশেও নেভেনি যে প্রাণ বেদনায়, চিতার আগুনে আজি তা নিভে গেল বিনা বরষায়!
অত অবিরাম জ্বালা দিনরাত দিত ব্যথা; আজি অবসরে সে, শান্তি এসেছে হেথা।
কাঁদো কেন আর তবে? ডাকো কেন গগনবিদারী ডাক? সে যেখানে গিয়েছে চলে, বড়ো সুখে আছে... তা-ই থাক্!