বছরের ভাগ্যগণনা

জ্যোতিষে বিদ্যা আমার হয়েছে বিপুল,
লোকে বলে, গণনায় নেই আমার ভুল।




নতুন বছর এলে, হবে কী তার ফল,
গণনা করে আমি জানাই অবিকল।




বছরে বারো মাস, তিন-শো পঁয়ষট্টি দিন,
এবারও ঠিক রবে তা-ই, ভাবা সমীচীন।




সাগরের সমস্ত জল যদি না যায় শুকিয়ে,
জোয়ার-ভাটার রীতি যাবে নাকো লুকিয়ে।




চাঁদ-সূর্য পড়ে যদি রাহুগ্রাসের কবলে,
গ্রহণ হবেই হবে, জেনে রেখো সকলে।




সর্বনাশা অনাবৃষ্টি না হয় এবার যদি,
ভরে যাবে খালবিল, তার সাথে নদী।




লাঙলের কর্ষণে তৈরি হলে মাটি,
চাষীর ঘামে ফসল ফলবেই খাঁটি।




আয়ু যদি থাকে তবে মরণ না হবে,
শত বিপদেও ঠিক বেঁচেই সে রবে!




ব্যাধিতে ভাঙলে শরীর, রুগ্ন হবে যারা,
কেউ উঠবে সেরে, কেউবা যাবে মারা।




যেদিন যেখানে যার ফুরোবে আয়ু,
হবে নির্গত তার তখনই প্রাণবায়ু।




একবার মরে গেলে বাঁচবে না আর,
এই তত্ত্বের ব্যতিক্রম হবে না এবার।




জন্মাবে শিশু যারা নতুন জীবন পেয়ে,
কিছু তার হবে ছেলে, কিছু তার মেয়ে।




যেখানে যত হবে বিয়ে, দেখলাম গনে,
সংখ্যায় সমান‌ই রবে—বর আর কনে।




শর্টকাটে, নানা পন্থায় ছাত্র-ছাত্রী সব,
পাশ করতে হন্যে হয়ে পড়বে ননস্টপ।




তবু পরীক্ষায় সকলের মিটবে না আশ,
কেউ পার পাবে আর কেউ খাবে বাঁশ!




ধার দিয়ে ধরা খাবে অগণিত জন,
অবিশ্বাসে যাবে স্বস্তি, বিশ্বাসে ধন।




আর্থিক ভাগ্যের জোর যতটুকু যার,
তার কিছু হবে ভোগ, কিছু ছারখার।




আয়ের স্বাধীন পথ অত সন্ধান না করে,
দলে দলে চাইবে হতে সরকারি চাকুরে।




কাটবে বছর বুদ্ধিজীবীর বুদ্ধির সংকটে,
বাজারে বাড়বে আগুন—চরম কটকটে!




আর্টের দর কমবে ভীষণ, ছাগল পাবে দাম,
উপকারীর কপালে শনিই, কুড়োবে বদনাম।




চারিদিকে ভাতকাপড়ের বাড়ুক যত‌ই অভাব,
কিছু লোক তার পরেও থাকবে স্বাধীন নবাব।




এই পারেতে হানবে আঘাত ওই পারের ঢেউ,
কেউ খাবে হাবুডুবু, ভেসে হারিয়ে যাবে কেউ।




পুরোনো রসে ভরবে না আর অনেকেরই মন,
সহজ ডিভোর্স চেয়ে ওরা করবে আন্দোলন।




নারীরা আরও এগিয়ে যাবে, হবে সচেতন বেশি,
ভাববে পুরুষ, হচ্ছেটা কী! মন যে আমার দেশি!




ফুটবে আকাশে কোন সাহিত্যনক্ষত্রের আলো,
সময় হলেই দেখবে সবাই, চুপ থাকাই ভালো।




জনস্বাস্থ্যের রিপোর্ট এবেলা রাখছি তুলে শিকায়,
বিনা পয়সায় এতটা সেবা কী করে আর‌ বিকাই?
Content Protection by DMCA.com